রাজ্যের খবর

ভাবনায় সীমান্তের জীবন যন্ত্রণা,নবদ্বীপের রাস উৎসবে অভিনবত্বের ছোঁয়া

Thoughts on the pain of border life, a touch of novelty in Navadwip's Ras festival

Truth of Bengal: সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবন যন্ত্রনার কাহিনী নিয়ে পুজো মন্ডপ রাস উৎসবে। প্রাচীন ময়াপুর ভারত মাতা পুজো কমিটির ভাবনায় অভিনবত্ব। সীমান্তবর্তী আস্ত একটা গ্রাম উঠে এসেছে নবদ্বীপে। পুজো মণ্ডপের মধ্য দিয়ে ফুটে উঠে এসেছে দেশভাগের জীবন যন্ত্রণা। নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ। আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব।

প্রতি বছরই নতুন নতুন ও ব্যাতিক্রমী ভাবনায়। নিজেদের পুজোকে তুলে ধরে আসছে  নবদ্বীপের বিভিন্ন রাস উৎসব কমিটি। শহরের উত্তরাঞ্চলের প্রাচীনমায়াপুর এলাকার ভারত মাতা রাস উৎসব কমিটির পুজো এর মধ্যে অন্যতম। এবছরে তাদের পুজো ৪৯ তম বর্ষে। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন থিমের ভাবনায় এই পুজো সকলের প্রশংসা কুড়িয়েছে।

এবারও ভাবনায় রয়েছে অভিনবত্ব। পুজো কমিটির সদস্য তথা মন্ডপ শিল্পী রাজু সুত্রধর জানান, বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রনার বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।দেশভাগের কারণে নিজেদের জন্মভিটা ছেড়ে দেশান্তর হতে হয়েছিল বহু মানুষের। বর্তমানে সীমান্তবর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষাবাদ করতে গেলে তাদের কাঁটাতার পেরিয়েই  যেতে হয়, পড়তে হয় বহু সমস্যায়।

সেই সঙ্গে এখনও বহু পরিবারের সদস্য পরিজনেরা রয়েছে সীমান্তের ওপারে। ইচ্ছে থাকলেও সব সময় হয় না দেখা। পূর্ব পুরুষের জন্মভিটার কথা শুনে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এসব যেন এক কাল্পনিক কাহিনি। এই কঠিন বাস্তব ও তার যন্ত্রনার কিছু খন্ড চিত্রই এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

ভারত মাতা রাস উৎসব কমিটির পুজোয় প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা। ফুটিয়ে তোলা হচ্ছে দেশ মাতৃকার কাছে সাধারণ মানুষের আকুতির কথা। মোটের ওপর গোটা মন্ডপ সীমান্তবর্তী একটা গ্রামের পরিবেশের রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুধু পুজো নয়, পুজোকে ঘিরে থাকছে সাত দিনের আনন্দ মেলারও আয়োজন।

Related Articles