রাজ্যের খবর

যারা পেটের দায়ে ভিন রাজ্যে গিয়েছিল, তারা আবার বই হাতে তুলে নিলো প্রধান শিক্ষকের ডাকে

Those who had gone to other states because of their stomachs, picked up their books again at the headmaster's call.

Truth Of Bengal: প্রধান শিক্ষকের ডাকে সাড়া দিলেন পরিযায়ী শ্রমিকরা । যারা পেটের দায়ে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তারা  আবার বই হাতে তুলে নিচ্ছেন। তমলুকের কুলিবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ স্কুলের  প্রধান শিক্ষকের উদ্যোগে   শিক্ষার প্রসার ঘটছে। মাস্টারমশাই  যেভাবে স্কুলছুটদের কাছে টেনে নিচ্ছেন,তাতে তাঁর প্রশংসা  করেছেন অভিভাবকরাও।

রাজ্যের পড়ুয়াদের স্কুলমুখো করার জন্য চালু হয়েছে শিক্ষাশ্রী,কন্যাশ্রী,সবুজসাথীর মতো প্রকল্প।তাতে ড্রাপআউটের সংখ্যা অনেকটাই কমেছে।তবুও কিছু পড়ুয়া দারিদ্রতার কারণে ভিনরাজ্যে কাজে চলে যান।তাঁদেরও শিক্ষাঙ্গণে ফিরিয়ে এনে আলোর দিশা দেখানো হচ্ছে।পূর্ব মেদিনীপুরের কিছু পড়ুয়া পেটের টানে  অন্যরাজ্যে কাজে গিয়েছিলেন। কেউ রাজমিস্ত্রির কাজে,কেউ আবার মার্বেল টাইলসের কাজে কেরল-অন্ধ্রপ্রদেশে চলে যান।ওঁদের অনেকেই মাধ্যমিক,উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলেন।কিন্তু তারপর আর পড়াশোনা এগোয় নি। অল্পবয়সে  রোজগার করতে থাকায় থমকে যায় পড়াশোনা।তবুও তাঁরা কালিকলমের মায়া ছাড়তে পারেননি। ওঁদেরও স্বপ্ন ছিল শিক্ষিত হয়ে সমাজের একজন হয়ে উঠবেন। কিন্তু অভাবের সংসার সেই স্বপ্নপূরণের পথে বাধা তৈরি করে।এখন প্রধান শিক্ষকের ডাকে সাড়া দিয়ে তাঁরা স্কুলজীবনে ফিরছেন। তমলুকের কুলিবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ স্কুলের  প্রধান শিক্ষক যেভাবে  মানুষ গড়ার জন্য আন্তরিক উদ্যোগ নিয়েছেন তাতে অভিভূত স্কুলছুট শ্রমিকরা।

প্রধান শিক্ষকের ব্যবস্থায় অনেকেই পরীক্ষা দিয়েছেন।  কুলিবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ১০-১২ জন পড়ুয়া পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে স্কুল শিক্ষকের কথায় আবারও পড়াশোনায় ফিরল। রোহিত, মিরাজ, আরিফ, সুলেমানরা জীবনের পাতায় নতুন অধ্যায় যুক্ত করল।রোদ-জল-ঝড়ে যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন,তাঁরাই কালি-কলম হাতে তুলে নিয়ে সুকুমার সমাজের সদস্য হওয়ার শিক্ষা নিচ্ছেন।

স্কুলশিক্ষায় এগিয়ে পূর্ব মেদিনীপুর। জেলায় স্কুল ড্রপ আউটের সংখ্যা কমানোর চেষ্টা চলছে। স্কুল ড্রপ আউট রুখতে  কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক যেভাবে স্কুলছুটদের স্কুলমুখো করার কাজ করছেন তাতে খুশি অভিভাবকরাও।

Related Articles