রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : এবার ভোট প্রচারে ইলেকশন কমিশন, দশটি সুসজ্জিত ট্যাবলো ভ্রমণ করল শহরতলী থেকে গ্রামাঞ্চলে

Lok Sabha Election 2024 : This time, Election Commission, ten well-decorated tableaus traveled from suburbs to rural areas to campaign for votes

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস , বাঁকুড়া :  রাজনৈতিক নেতাদের মত নিজেকে ভোট দেওয়ার কথা নয়। ভোটারদের উৎসাহিত করতে দেখা গেল ইলেকশন কমিশনারের নির্দেশে দশটি সুসজ্জিত ট্যাবলোকে। শহরতলী থেকে গ্রামাঞ্চলের মানুষেরা আগামী ২০২৪-এ লোকসভা নির্বাচন কিভাবে ভোটদান করতে হবে তাদের এক একটা ভোটের কতটা গুরুত্ব রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার জন্য ইলেকশন কমিশনারের এই উদ্যোগ।

শনিবার বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় থেকে দশটি সুসজ্জিত ট্যাবলেট শহর পরিক্রমা করে পৌঁছায় মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের উৎসাহিত করে এই ট্যাবলো ভ্যান।

বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান এতে করে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, আশা করা যাচ্ছে এই কাজ খুবই সাকসেসফুল হবে।

Related Articles