এবার অঙ্গনওয়াড়ি খাবার পরীক্ষা হবে ল্যাবরেটরিতে, বিজ্ঞপ্তি রাজ্যের
This time Anganwadi food will be tested in the laboratory, state notification

Truth Of Bengal: রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার দেওয়া হয় এবার তা গুণগতমান পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশে স্কুল পড়ুয়াদের খাদ্যে তালিকায় বিভিন্ন পুষ্টিকর খাদ্যে দেওয়ার নির্দেশ থাকলেও বিভিন্ন সময় খাদ্যের গুণগতমান নিয়ে অভিভাবকদের প্রশ্ন তুলতে দেখা যেত। মূলত সেই সমস্যা সমাধানের জন্য এবার ছাত্র-ছাত্রীদের খাবারের গুণগতমান পরীক্ষার নির্দেশ ল্যাবরেটরিতে।
রাজ্যের অঙ্গনারী কেন্দ্র গুলির খাবারের মান যাচাই করার জন্য ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটির গড়ার নির্দেশ দেয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এর পাশাপাশি রান্না করার জায়গা গুলি ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও নির্দেশ দেয়া হয় এই কমিটি গুলিকে। বর্তমান রাজ্যে সর্বমোট ১ লক্ষ ১৯ হাজার ৪৮১ টি। প্রায় সব মিলিয়ে তো এক কোটি উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে। তারপরেও অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠতে থাকে। কখনো খাবারে টিকটিকি কিংবা পোকামাকড় পড়ার ছবি সংবাদ মাধ্যমে ফুটে ওঠে। প্রকল্প বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণে কর্মী এবং অর্থ বরাদ্দ থাকলেও ভাবমূর্তি নষ্ট হয় রাজ্য সরকারের। তাই উপভোক্তদের স্বাস্থ্যের সঙ্গে আর কোনরকম আপস নয়।
রাজ্য সরকারের নির্দেশ স্বাভাবিকভাবে সাধারণ মানুষের খুব অসন্তোষ কমবে বলে মনে করছেন অনেকে। তাই এবারে খাবার পরীক্ষা করে দেখে নেয়া হবে সমস্ত নিয়ম মেনে তা তৈরি হচ্ছে কিনা। এমনকি জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান ঠিক রাখার জন্য বড় দায়িত্ব নিতে হবে স্বয়ং জেলা শাসককেই সেই কারণেই ডিস্ট্রিক্ট মিউট্রিশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাদেরকে। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলে।