কাল কোন ধর্মঘট হবে না, বিজেপির ডাকা বনধ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
There will be no strike tomorrow, Trinamool reacts strongly to the bandh called by BJP

Truth Of Bengal : আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেখানে বেলা যত গড়াতে থাকে ততই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। সেই ঘটনার সামাল দিতে কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ব্যারিকেট ভেঙে এগিয়ে যেতে থাকেন প্রতিবাদীরা। কার্যত নবান্ন অভিযান ঘিরে এখন রণক্ষেত্র পরিস্থিতি।
এমতাবস্থায় বাকি রাজনৈতিক দলের নেতারা যখন পুলিশকে তিরস্কার করতে ব্যস্ত ঠিক সেই আবহে পুলিশের ভূমিকার প্রশংসা করে কুণাল ঘোষ জানান, “নবান্ন অভিযান নয়, সমাজবিরোধীদের অভিযান। এখন জাস্টিস নয়, চেয়ার চাই। বিজেপির মুখোশ খুলে গিয়েছে। বিজেপির কিছু গুন্ডা অরাজকতা করেছে। এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে। একটা বড় প্লট। পুলিশ সমস্ত আক্রমণের মুখে পড়ে, রক্তাক্ত হয়েও, গোটা পুলিশবাহিনী সংযমের পরিচয় দিয়েছে। উত্তেজিত জনতাকে হঠাতে যা করার তাই করেছে।”
এছাড়াও বিজেপির ডাকা ধর্মঘটের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “আগামিকাল কোনও বন্ধ হবে না। মানুষ বাংলা বন্ধের ডাক ব্যর্থ করুন। চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক। জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত।”
তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, ‘‘এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কোনও ফাঁদে পা দেবেন না। আগামিকাল পশ্চিমবঙ্গের বুকে কোনও বাংলা বন্ধ হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন।’’
- মমতাকে টার্গেট করে বাংলা দখলের চেষ্টা : কুনাল
- বিজেপির মুখোশ খুলে গেছে
- এখন জাস্টিস নয়, চেয়ার চায় তারা
- বিজেপির কিছু গুন্ডা অরাজকতা তৈরী করছে
- কাল কোনো ধর্মঘট হবে না
- পুলিশ অনেক সংযত ছিল
- আন্দোলনে আদৌ ছাত্ররা ছিলেন তো? প্রশ্ন কুনালের
- চক্রান্ত ভেস্তে গেছে বলে ধর্মঘটের ডাক বিজেপির
- কাল কোনো ধর্মঘট হতে দেব না