
The Truth Of Bengal : পাতা ঝরা মরশুম গোটা রাজ্যে । আর তার মাঝখানেই বিপত্তি নেমে এল। শুশুনিয়া পাহাড়ে ফের আগুন ধরল । শুক্রবার সন্ধ্যা থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পাহাড়ের গায়ের জঙ্গল থেকে ধোঁয়া বেরোতে দেখে আঁতকে ওঠেন এলাকার বাসিন্দারা । স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় বন দফতরে।
বনদফতরের কাছ থেকে জানানো হয়েছে , পাহাড়ে আগুন লাগার খবর পৌঁছাতেই ছাতনা বনদফতর ২০ জনের টিম পৌঁছে যায় শুশুনিয়া পাহাড়ের বড়চূড়ায়। টানা দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন বনকর্মীরা। কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলে জানান ছাতনা ফরেষ্ট রেঞ্জ আধিকারিক।
শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গল রয়েছে। বসন্তের মরসুমে এই জঙ্গলে গাছের শুকনো পাতা ঝরে স্তূপাকারে পাহাড়ের গায়ে জমে যায়। প্রতিবছর এই পাতা ঝরা মরশুমে আগুন শুশুনিয়া পাহাড়ে আগুন লাগে । এই আগুন লাগার ফলে বন্যপ্রাণ ও বনজ সম্পদ এর ক্ষতির আশঙ্কা করছে বনদফতর ।
Free Access