রাজ্যের খবর

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক শুভেন্দু অধিকারী

There is an uproar around BJP's health building campaign

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। আরজি কর কাণ্ডে গোটা দেশ জুড়ে চলছে ‘প্রতিবাদ’ কর্মসূচী। আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে তীব্র প্রতিবাদ। বাচ্চা থেকে বুড়ো প্রায় সব বয়সের মানুষই বিচারের দাবিতে পথে নেমেছে। কখনও মিছিল করে আবার কখনও জমায়েত করে চলছে সাধারন মানুষের ক্ষোভ প্রকাশ। এই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির তরফ থেকে ছিল প্রতিবাদ মিছিল। প্রতিবাদের নাম, “স্বাস্থ্যভবন ঘেরাও”। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিজেপির একাধিক নেতৃত্বরা। প্রতিবাদটি উল্টোডাঙা থেকে শুরু হয়। এরপর মিছিল কিছুদূর এগোতেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। ঠিক কী ঘটেছিল?

ইন্দিরা ভবনের সামনে বিজেপির মিছিল আটকালো পুলিশ। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা। ব্যারিকেট ভেঙে এখনো চেষ্টা বিজেপি কর্মীদের। করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। আটক শুভেন্দু অধিকারী। ঘটনা ঘিরে ব্যপক ধরপাকড় অবস্থা। বিজেপি কর্মীদের মধ্যে একজন জানান, ” পুলিশ যতই আটকানোর চেষ্টা হোক না কেন আজ সাধারন মানুষকে কোনভাবেই দমানো যাবেনা। সাধারন মানুষ এই নৃশংস ঘটনার বিচার চায়”।

আটক করা হয়েছে শমীক ভট্টাচার্যকেও। পুলিশের গাড়ির উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। পরপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশ বাধা দিলে শুরু হয় বিশৃঙ্খলা, স্বাস্থ্য ভবন থেকে ২০০ মিটার দূরে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির। রাস্তায় বসেই স্লোগান দিতে শুরু করে বিজেপি।

 

Related Articles