জলপাইগুড়ির পোয়ালের পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১ টি ইঞ্জিন
There is a terrible fire at Poyal Punji in Jalpaiguri, 1 fire engine at the scene

The Truth Of Bengal, জলপাইগুড়ি -কল্যান চন্দ- পোয়ালের পুঞ্জিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জলপাইগুড়ির রাজগঞ্জের ফকিরা পাড়া গ্রাম সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার সুখানি গ্রাম পঞ্চায়েতের ফকিরা পাড়া গ্রামে এক পোয়ালের পুঞ্জিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা হঠাৎ দেখেন পোয়ালের পুঞ্জি থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর তাঁরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। তাদের চেস্তার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন। এরপর খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।
স্থানীয় মানুষরা জানায় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো ডোমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে না আনলে, কারন পোয়ালের পুঞ্জির পাসে রয়েছে বেস কিছু ঘড়। কিন্তু কিভাবে আগুন লাগল তা জানা নেই কারো। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।