একই এলাকায় ২টি সোনার দোকানে চুরি, বেগমপুরের ঘটনায় চাঞ্চল্য
Theft of 2 gold shops in the same area, sensation in Begumpur incident

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: হুগলীর চন্ডীতলার বেগমপুরে ২টি সোনার দোকানে চুরি। সিসিক্যামেরায় ধরা পরলো ভয়াবহ চুরির সময় ছবি। চুরি যাওয়া একটি সোনার দোকানের মালিক কাশীনাথ সামন্ত বলেন প্রায় এক কেজির উপর সোনার গহনা এবং কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর।
দোকানে রাখার সমস্ত সোনা নিয়ে চলে গেছে। বিয়ের মরসুমের আগে এত বড় চুরিতে মাথায় হাত সোনার দোকানের মালিকদের। বেগমপুরের পদ্মশ্রী সুপার মার্কেটে জোড়া সোনার দোকানে চুরির ঘটনায় চন্ডীতলা, পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশীষ লাহা বলেন, সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে একজন চোর দুটি দোকানের সাটার ভেঙে চুরি করছে। কিন্তু সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের বড় চুরি হলো এবং ওই সময় সিকিউরিটি গার্ড কি করছিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন? দুটি সোনার দোকানের সাটার ভেঙে লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্তে চন্ডীতলা থানার পুলিশ।