রাজ্যের খবর
সিউড়িতে পরপর তিনটি দোকানে চুরি,নিরাপত্তাহীনতায় স্থানীয় ব্যবসায়ীরা, রীতিমত আতঙ্ক এলাকায়…
Theft in three consecutive shops in Siuri, local traders due to lack of security

The Truth Of Bengal: পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো বীরভূমের সিউরিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সিউড়ি হাটজান বাজার রেলগেট এলাকায় তিন তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো। যে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে একটি রয়েছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র মেরামতির দোকান, একটি চায়ের দোকান এবং একটি লটারির দোকান। এই তিনটি দোকানে চুরির ঘটনা ঘটার পাশাপাশি আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানে তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া গিয়েছে।
চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। যদিও এই চুরির ঘটনায় ঠিক কত টাকার জিনিসপত্র চুরি গেছে তা এখনই জানা সম্ভব হয়নি। তবে ঘটনার পর খবর দেওয়া হয়েছে পুলিশকে এবং পুলিশ ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে।
Free Access