রাজ্যের খবর

মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

Theft case in basirhat

The Truth of Bengal: মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি। লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামের ঘটনা। এলাকারই এক হরিসভার গোপাল ঠাকুরের মন্দিরের তালা ভেঙে সোনা ও রুপোর গহনা সহ লক্ষাধিক টাকার সামগ্রিক নিয়ে পালালো দুষ্কৃতীরা।

আজ সকাল বেলা গ্রামবাসীরা দেখতে পায় ওই গোপাল ঠাকুরের মন্দিরের মূল গেটের তালা ভাঙা, গোপাল  ঠাকুরের মাথার মুকুট, কানের দুল, সোনা রুপোর সহ ঠাকুরের একাধিক গহনা খুলে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা।

পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে এক জায়গায় বসে আলোচনায় উঠে আসে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। গোটা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Related Articles