১০০ দিনের কাজের প্রাপ্য টাকা পেলেন শ্রমিকেরা
The workers got the money they deserved for 100 days of work

The Truth Of Bengal : ১০০ দিনের কাজের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের হয়ে যে সকল মানুষেরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তাদের কয়েকজনকে অভিষেক ব্যানার্জি নিজের বেতনের টাকা থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গার ১০০ দিনের কর্মীরা টাকা পাচ্ছেন।
একইভাবে সেই টাকা পেলেন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের একাধিক মানুষেরা। এদিন কাউকে ৩০০০ টাকা, কাউকে ৩৫০০ টাকা দেওয়া হয়েছে। তারা এতদিন 100 দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকার হিসাব করে এই টাকা দেওয়া হয়েছে। একটি খামে ভরে নগদে তাদের টাকা পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি।
এই টাকা দেওয়ার পাশাপাশি অভিষেক ব্যানার্জির তরফ থেকে ওই সকল মানুষদের একটি করে চিঠি দেওয়া হয়েছে যেখানে আন্দোলনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে কিভাবে কেন্দ্র সরকার তাদের প্রাপ্য টাকা নিয়ে বঞ্চনা করছে।
FREE ACCESS