রাজ্যের খবর
Trending

মদ জুয়ার ঠেক বন্ধের দাবিতে গ্রামের মহিলারা, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা সভাপতির

The women of the village demanded to stop alcohol gambling, the district president ordered to take quick action

The Truth Of Bengal: জেলা সভাপতির কাছে এলাকার মদ জুয়ার ঠেক বন্ধ করার দাবিতে সরব গ্রামের মহিলারা। জেলা সভাপতিকে পেয়ে ক্ষোভ জানালো গ্রামের মহিলারা ৷ সভাপতির কাছে হাত জোড় করে এলাকার জুয়ার ঠেক মদের ঠেক বন্ধের অনুরোধ জানালেন তারা৷

বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি পালন করতে  বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস গিয়েছিলেন গাইঘাটা ব্লকের ধর্মপুর ১ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায় ৷ একদল মহিলা এসে বিধায়কের কাছে অভিযোগ করে বলেন ‘এলাকায় মদ চোলাই এবং জুয়ার ঠেক বসছে ৷ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ বহিরাগতদের আনাগোনা বাড়ছে ৷

বিশ্বজিৎ দাস ঘটনাস্থল থেকেই গাইঘাটা থানার ওসি বলাই ঘোষ কে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ৷ তিনি জানান,কোন অবস্থাতেই বেআইনি কার্যকলাপ চলতে দেওয়া হবে না ৷

Free Access

Related Articles