জল বেড়ে বিপত্তি, চরে আটকে মানুষ ও গবাদিপশু, উদ্ধারে এনডিআরএফ
The water rises, people and cattle get stuck, NDRF to rescue

Truth Of Bengal: পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফের ফুলেঁফেপে উঠেছে তিস্তা নদী। শুক্রবার হঠাৎ তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি ইস্পাত এলাকায় নদীর চরে আটকে রয়েছে প্রায় ৫০ টি গবাদি পশুসহ ১০ জন কৃষক। ইতিমধ্যে তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে এনডিআরএফ।
জল বেড়ে বিপত্তি, চড়ে আটকে মানুষ ও গবাদিপশু, উদ্ধারে এনডিআরএফ pic.twitter.com/TAXNio95ic
— TOB DIGITAL (@DigitalTob) September 27, 2024
এরপর দুটি স্পিড বোট তিস্তা নদীতে নামানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্রান্তি আউট পোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ, ক্রান্তির বিডিও রিমিল সরেন, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় সহ অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ে বৃষ্টির কারণে দুদিন আগে তিস্তা নদীর জল স্তর অনেকটা বেড়ে গেছিল। তিনদিন ধরে তিস্তার চরে আটকে রয়েছে প্রায় ৫০ টি গবাদি পশু। তবে এদিন জলস্তর স্বাভাবিক থাকায় এদিন ১০ জন কৃষক নিজেদের গবাদি পশুগুলোকে আনতে নদী পার হয়ে গিয়েছিল। হঠাৎ সেই ১০ জন ব্যক্তি ফেরার পথে দেখে নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে। তাই তারা আর নদীর পাড়ে আসতে পারেনি।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্রান্তি আউট পোস্টের পুলিশ প্রশাসনকে। খবর পৌঁছে যায় এনডিআরএফ টিমের কাছে। ইতিমধ্যে তিস্তা নদীর চরে আটকে পড়া ১০জন ব্যক্তিকে উদ্ধারের জন্য এনডিআরএফ টিম স্পিড বোর্ড নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।