রাজ্যের খবর
বেলা ৩টা পর্যন্ত ভোটের হার ৬৩.১১ শতাংশ, সবথেকে বেশি মুর্শিদাবাদ সবথেকে কম মালদা উত্তর
The voter turnout till 3 pm is 63.11 percent, highest in Murshidabad and lowest in Malda North

The Truth of Bengal: মালদা-মুর্শিবাদের তাপমাত্রা ৩২ডিগ্রির কাছে।আগের তুলনায় অনেকটাই কমেছে তাপমাত্রা।স্বস্তিতেই মানুষ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।৪কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বীতা হলেও মুখ্যতঃ বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই জোরদার হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।তবে এবার বাম-কংগ্রেসের জোট তাঁদের অস্তিত্ব জানান দিতে পারে কিনা তাই দেখার।
তারমাঝে মঙ্গলবার ভোটদানের হার সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে। দেখা যায়,বেলা ৩টে পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়েছে- ৬১.৫০ শতাংশ ।মালদহ দক্ষিণে ৬২.৯০ শতাংশ,জঙ্গিপুরে ৬২.৫৭ শতাংশ এবং মুর্শিদাবাদে ৬৫.৪০ শতাংশ ভোট পড়েছে।অন্যদিকে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে ৬১.১৮ শতাংশ ভোট পড়েছে।সবমিলিয়ে বলা যায় ৬০শতাংশের ওপর ভোট পড়েছে এই নির্বাচনে।