রাজ্যের খবর

লোকসংস্কৃতির অজানা ইতিহাস, নদীয়ার ঝুমুর গানের অতীত কথা

The unknown history of folk culture, the past of Nadia's Jhumur song

Truth Of Bengal : লোকসংস্কৃতির বহমান ধারায় প্রাণের ছোঁয়া আনে ঝুমুর সঙ্গীত।  ঝুমুর গান হলো- গান, নাচ, তাল ও গায়নশৈলী নিয়ে তৈরি একটি সাধারণ লোকসঙ্গীতের ধারা।  ঝুমুর অঞ্চল বলতে বোঝায়   পঃমেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড রাজ্য, বিহারের মালভূম অঞ্চল।ঝুমুর গানের ব্যাপ্তি বিশাল। এই গানের মধ্যে আছে লৌকিক ঝুমুর, পৌরাণিক ঝুমুর, দাঁইড়শালিয়া ধারা, পাতাশালিয়া ধারা, গাহা ঝুমুর, বৈঠকী ঝুমুরও আরো অনেক অনেক রূপ।  কথিত আছে ১৫০০ খ্রিষ্টাব্দের দিকে শ্রীচৈতন্য ঝাড়খণ্ডের ভিতর দিয়ে পুরী থেকে বৃন্দাবন যাত্রা করেন। সেই সময় বৈষ্ণবদর্শন বা বৈষ্ণব গানের বিষয় ঝুমুরে আকৃষ্ট হন। চৈতন্য পরবর্তীকালে ঝুমুরের বিষয় এবং সুরে ব্যাপক অদবদল হয় এবং একে বলা হয়ে ঝুমুরে মধ্যযুগ। তাই ভারতের ঝুমুরের অজানা তথ্য তুলে ধরা হয়েছে এই বইয়ে। “নদিয়ার ঝুমুর ও চাঁদপুর গ্রামের মেঘাই সর্দার” শীর্ষক এই বইয়েরলেখিকা মানসী দাস।

স্বাধীনতার পর থেকে আজ ২০২৫ এ নদিয়ার আদিবাসী সম্প্রদায়ের  কথা, নীল বিদ্রোহের নায়ক মেঘাই সর্দার সহ সমগ্র আদিবাসী সম্প্রদায়ের বলিদান এর কথা, নদীয়ার ঝুমুরের কথা জানতে পারলেন বাংলা তথা ভারতবর্ষের মানুষ লোকসংস্কৃতির স্পটলাইটের বাইরে থাকা অজানা বিষয়ও উঠে এসেছে এই অন্যরকম ধারায়।রাজ্য সরকার এইসব শিল্পীদের কল্যাণ এগিয়ে আসছে।

কল্যাণী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর কল্লোল পাল আরও  বলেন,লোক গবেষক সহ যে সমস্ত ছাত্র-ছাত্রীরা লোকসংস্কৃতি , লোক সংস্কৃতি , লোক ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আরেকটি দরজা খুলে গেল বলে বিশ্বাস রাখি।

Related Articles