তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কি রাজনৈতিক প্রতিহিংসা ?
The Trinamool councilor's husband was shot, is there political revenge behind it?

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এর স্বামী রঞ্জিতকে মারধোরের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়গপুরে।
সাত সকালে নিজের সন্তানকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এর স্বামী রঞ্জিত সাঁক্রে। ঠিক তখনই হঠাৎ তাকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি শূন্যে গুলিও চালায়।
অভিযোগ, রড হকিস্টিক দিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী রঞ্জিতের উপরে পাঁচ জন দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এরপর শূন্যে গুলি চলায় দুষ্কৃতিরা। এরপর গুলির আওয়াজ শুনে স্থানীয়রা দৌড়ে এসে প্রথমে আহত অবস্থায় থাকা রঞ্জিতকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছেন তিনি। তবে কারা এই হামলা চালালো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
তবে নির্বাচনের মুখে এই ধরনের হামলা রীতি মতন আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে খড়্গপুরে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে।