রাজ্যের খবর
Trending

সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে মিলবে অর্থ, জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য

The state will pay the job card holders

The Truth Of Bengal : সোমবার থেকে ১০০ দিনের কাজের বকেয়ার টাকা মেটানো শুরু রাজ্যের। মনরেগা প্রকল্পের অন্তর্গত সমস্ত জব কার্ড হোল্ডারদের বঞ্চিত করেছে কেন্দ্র। ১০০ দিনের কাজ করিয়ে তাদের বকেয়া অর্থ এখনো দেয়নি কেন্দ্র সরকার। ফের সমস্ত জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মতো সোমবার অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই টাকা দেওয়ার কাজ। মোট ২৩ টি জেলার সমস্ত জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে রাজ্যের তরফে।

রাজ্য সরকার বারবার বিভিন্ন বিক্ষোভ এর মধ্য দিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে। কিন্তু তাতেই বিশেষ কিছু লাভ হয়নি। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্নাও দিয়েছেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতায় ধরনায় বসেছেন। শুধু তাই নয় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও বাংলার মানুষের প্রাপ্য অর্থ না মিলায় কেন্দ্রের টাকা রাজ্যে মেটাবে বলে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি সূত্রে জানা যায় ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে ২হাজার ৬৫০ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ৪৯ টাকা। এই ২৩ টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলাই শুধু পাচ্ছে ৩৪৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৫০৪ টাকা। দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। আছে ২৮১ কোটি ১৩ লাখ ৯ হাজার ৮২৭ টাকা। তৃতীয় স্থানে কোচবিহার, পাচ্ছে ২২১ কোটি ৯১ লক্ষ ২৮৭ টাকা।

প্রসঙ্গত সোমবার শবে বরাতের কারনে সরকারি ছুটি রয়েছে। কিন্তু তারপরেও ১০০ দিনের কাজের টাকা বন্টনের কাজ শুরু করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে যেসব শ্রমিকেরা গত দুবছর তাদের ১০০ দিনের কাজের টাকা পাননি তাদেরকে সেই প্রাপ্য টাকা মেটাবে রাজ্য। প্রথমদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঠিক করা হয়েছিল ২১শে ফেব্রুয়ারি থেকে ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া শুরু করবে রাজ্য। কিন্তু পরে দেখা যায় সমীক্ষার কাজের শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার কারণে একুশে ফেব্রুয়ারির জায়গায় তারিখ পিছিয়ে ২৬ তারিখ করা হয়। জানা যাচ্ছে এই অর্থ দেওয়ার কাজ সম্পন্ন হবে আগামী ১ মার্চ।

 

FREE ACCESS

Related Articles