যোগাযোগের মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে রাস্তা তৈরির পরিকল্পনা রাজ্যের
The state plans to build roads to facilitate connectivity

Truth Of Bengal : শিল্পোন্নয়নের সহায়ক পরিবেশ আর পরিকাঠামো নির্মাণে বাড়তি নজর রাজ্য সরকারের।২মাসের মধ্যে ১হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।যোগাযোগের এই মেলবন্ধন করতে খরচ হতে চলেছে ৩,৫২৭কোটি টাকার বেশি।সময় বেঁধে এই রাস্তাগুলো তৈরি করা হবে।কেন্দ্রীয় বঞ্চনার মাঝেই বাংলার মানুষের বৃহত্তর স্বার্থে প্রশাসনের এই নব-নির্মাণ বলে জানা যাচ্ছে।
বাংলার সম্পদকে কাজে লাগিয়ে বাংলার বিকাশে বাড়তি নজর রাজ্যের।বিকেন্দ্রীকৃত অর্থনীতির ভাবনা নিয়ে পরিকাঠামোর আশাতীত বিকাশ করা হচ্ছে।অগ্রাধিকারের তালিকায় রয়েছে পরিকাঠামো উন্নয়ন।রাজ্য স্পষ্ট করেছে।তাই প্রথমে পথশ্রী- ১,এরপর পথশ্রী-২ প্রকল্প নেওয়া হয়।
দুই প্রকল্পে ব্যয় হয় ৬হাজার ৪৪৮কোটি টাকা।মোট ২৬হাজার৪৮৭কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়। এরপর ৩হাজার ৮৬৮কোটি টাকা খরচ করে পথশ্রী-৩ প্রকল্পে ১২হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়।বৃষ্টিপ্রবণ এই রাজ্যে এরপরেও শিল্প-বিকাশও উন্নয়নের গতি আনতে বেহাল রাস্তার বুনিয়াদ শক্ত করা ও পুননির্মাণ করার কাজের ভাবনা নিচ্ছএ প্রশাসন।প্রশাসনের সূত্রে আরও জানা গেছে,বকেয়া কাজ পর্যালোচনা করে নতুন রাস্তা সংস্কারও সংযোজনের কাজ শুরু করা হবে।কারণ এখনও পর্যন্ত কোনওটির কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ, আবার কোনওটির ক্ষেত্রে ৭৫ শতাংশ কাজ হয়েছে।
যে তালিকা সামনে আসছে তাতে,হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেঁজুরি রোডের সম্প্রসারণ, হুগলির মশাট-ধিতপুর রোড, ঝাড়গ্রামের হাতিগেরিয়া কুলটিকরি রোহিনী রোগরা রোড, নদিয়ার তারাপুর-বোলাগরঘাট রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোডকে ঢেলে সাজানো হবে। দার্জিলিং জেলার বেশ কিছু রাস্তাও রয়েছে নবনির্মাণের তালিকায়। রয়েছে ছোট -বড় ১৪টি সেতু । এগুলি হয়ে গেলে প্রান্তিক এলাকায় ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ উন্নত হবে।মূল লক্ষ্য, শিল্প মানচিত্রে বাংলার যোগাযোগ সুদৃঢ় করতে একাধিক শিল্প তালুক সংযুক্ত করার ভাবনাও রয়েছে।