প্রোমোটারদের দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ নাগরিকদের সুরক্ষায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
The state government has taken strict measures to protect the common citizens exposed to the violence of the promoters

The Truth of Bengal: টাকা দিয়েও সময়মতো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগ অহরহ শোনা যায়। প্রোমোটার বা ডেভলপারদের তালবাহানা ভুগতে হয় ক্রেতাদের। অনেক সময় ফ্ল্যাট বানানোর জন্য জমি নিয়েও কোন নির্মাণ না করে বছরের পর বছর তা ফেলে রাখা হয়। এমনকি ফ্লাটের আয়তন ও গঠন নিয়ে নানাবিধি অভিযোগ আসছে রাজ্য সরকারের কাছে। এই অভিযোগের নিষ্পত্তি করার পাশাপাশি মানুষকে সুরাইয়া দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতর। আগামী ৪ জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আলোচনা করা হবে এই সমস্ত অভিযোগগুলি নিষ্পত্তি করা ও সমস্যাগুলি সমাধান বার করার বিষয় নিয়ে। প্রসঙ্গত লোকসভার ভোট মিটতেই, বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডরা জনমুখী করতে করা ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন।
রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধিদের কাজ কর্মের প্রকাশ্যে সমালোচনাও করেছেন। মুখ্যমন্ত্রীর বার্তায় এইটা স্পষ্ট যে নিজের স্বার্থে নয় বরং মানুষের জন্য কাজ করতে হবে। প্রোমোটারির সঙ্গে যুক্ত থাকা জনগণরা তৃণমূল কংগ্রেসের পার্টি করতে পারবে না। এহেনো বার্তা এর আগেও মুখ্যমন্ত্রী দিয়েছেন। উল্লেখ্য, ৪ জুলাইয়ে প্রস্তাবিত বৈঠক নিয়ে রাজ্যের উপভোক্তা বিষয় ক দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান,’ কলকাতা ও আশেপাশের শহরাঞ্চলে ফ্ল্যাট-বাড়ির দিনকে দিন বেড়েই চলেছে। যার ফলে প্রচুর পরিমাণে অভিযোগও আসতে শুরু করেছে। বেশ কিছু অভিযোগ লিখিতভাবে দফতরে জমাও পড়েছে। এই অভিযোগগুলোর সমাধানের ভিত্তিতে নির্মাণকারীদের সংস্থা ‘ ক্রেডাইকে’ ডাকা হয়েছে। তাদের সাথে বসে প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করবে।
এছাড়াও তাদের মূল লক্ষ্য মানুষ যাতে টাকা দিয়ে আর কোনভাবে এই ঘটনার শিকার না হন। যদিও কিছুদিন আগে প্রোমোটার রাজ নিয়ে বেশ কিছু ঘটনা সংবাদের শিরোনামে এসেছে। তাদের বিরুদ্ধে ফ্লাট আটকে রাখা, দাদাগিরি চালানো সহ বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছে। এছাড়াও প্রোমোটারদের বিরুদ্ধে নিম্নমানের ফ্ল্যাট দেওয়া, ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না করা সহ বহু অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলোর ভিত্তিতে একটি আলোচনার বৈঠক হবে। এছাড়াও যে সকল অসাধু প্রোমোটার রা কম টাকার নিম্নমান দিয়ে ফ্ল্যাট করেছে তাদের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেছে দফতরের আধিকারিকেরা।