রাজ্যের খবর

ফোঁস ফোঁস শব্দ! ঘুরে তাকাতেই চক্ষু-চড়কগাছ, ৬ ফুটের অজগর ঘিরে শোরগোল ডুয়ার্সে

The sound of bubbling! As you look around, the eye-catching, 6-foot python surrounds the noisy doors.

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ডুয়ার্স থেকে অজগর সাপ উদ্ধার ।

গরম পড়তেই ডুয়ার্স থেকে প্রায়শই উদ্ধার হচ্ছে অজগর। মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি সংলগ্ন এলাকায় রাস্তার পাশেই একটি অজগর সাপকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে সেখানে যান টোটোচালক তথা পরিবেশ প্রেমী সাবুল হক। সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। দক্ষিণ ধুপঝোরা এলাকা থেকে উদ্ধার হওয়া অজগরটি প্রায় ৬ ফিট বলে জানা গেছে। অজগরটিকে উদ্ধার করে তিনি ধূপঝোরা বিটের বনকর্মীদের হাতে তুলে দেন। অজগরটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলে ছেড়ে হয়েছে বলে যায়।

Related Articles