বিষ্ণুপুর বাজারে আলুর আকাশছোঁয়া দাম! সুফল বাংলায় বাড়ছে নিরুপায় সাধারন মানুষের ভিড়
The sky-high price of potatoes in Bishnupur market! The crowd of ordinary people is increasing in Sufal Bengal

The Truth Of Bengal : বাঁকুড়া : বিষ্ণুপুর : কৈলাস বিশ্বাস : প্রশাসনিক তৎপরতার পরেও কিছুতেই যেনো আলুর দাম স্বাভাবিক হচ্ছে না। যদিও গতকালের থেকে বিষ্ণুপুরের চকবাজারে আলুর দাম ১০ টাকা কম কেজি প্রতি ৪০ টাকা। সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে বিষ্ণুপুরেই সুফল বাংলায় মিলছে ২৭ টাকা কেজি দরে আলু। গতকালই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। স্বাভাবিকভাবেই বাজারে আলুর দাম কম হওয়ার কথা। কিন্তু বিষ্ণুপুরের বাজারে একেবারেই ভিন্ন ছবি। আজ সকাল থেকেই বিষ্ণুপুরের চকবাজারে ৪০ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।
সুফল বাংলায় যে সমস্ত মানুষেরা আসছেন তারা স্বাভাবিক দামেই আলো পাচ্ছেন ২৭ টাকা প্রতি কিলো দরে। একদিকে যেমন চকবাজারে যে সমস্ত মানুষের আলু কিনছেন তাদের নাভিশ্বাস উঠছে অন্যদিকে সুফল বাংলায় যারা আলু কিনছেন তারা অনেকটাই সুরাহা পেয়েছেন।