ইডি হানার পর বদলেছে পরিস্থিতি, ক্রমশ একঘরে হয়ে পড়ছে শাহাজাহানের পরিবার
The situation has changed after the attack of ED

The Truth of Bengal: ইডির হানার পর ৩২ দিন হয়ে গেল। এখন অন্তরালে শেখ শাহাজাহান। সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় নিয়মিত আনাগোনা আছে পুলিশের। ফলে গোটা গ্রামে এখনও থমথমে পরিবেশ। বাদ নেই সেখ শাহাজাহানের পরিবারও। ক্রমশ কোণঠাসা হয়ে কার্যত একঘরে হয়ে পড়ছে শাহজাহানের পরিবারের লোকজন। কী ভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে তা বুঝে উঠতে পারছেন তারা। এমন অবস্থায় ফের ফের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ শেখ শাহাজাহানের বাড়িতে।
৭ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আগেরবার হাজিরা এড়িয়ে যাওয়া আড়ালে থাকা শেখ শাহাজাহান এবার কি হাজিরা দেবেন? কোথায় আছেন সেখ শাহাজাহান? এটাই এখন বড় প্রশ্ন। তবে বিরোধীরা বলছে সন্দেশখালিতেই বহাল তবিয়াতে রয়েছেন শেখ শাহজাহান। তবে নিজের গড়ে যে শাহাজাহান নেই তা এলাকা দেখেই বোঝা যাচ্ছে। এখনও গোটা এলাকার পরিস্থিতি থমথমে। শাহাজাহানের বাড়িতে একই পরিবেশ। পরিবারের লোকজনের দাবি, পুলিশের আনাগোনায় বাইরে বের হতে পারছেন না তারা।
আত্মীয়-স্বজন ভয়ে বাড়িতে আসছে না। গ্রামবাসীরা উঁকি মেরে দেখছে। যত দিন যাচ্ছে ততই তারা মানসিক ভাবে ভেঙে পড়ছেন বলে দাবি করেছেন। ২৪জানুয়ারির পর ফের ইডি নোটিশ দিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। সমনের কপি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দিয়ে গিয়েছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আগামী ৭ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বারাসাতে জেলা দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন শাহাজাহান। এখন প্রশ্ন উঠছে তিনি ইডির মুখোমুখি হবেন নাকি অন্তরালে থাকে জামিনের চেষ্টা চালিয়ে যাবেন?