রাজ্যের খবর

তীব্র দাবদাহে শুনশান আদালত চত্বর, আপাতত রায়দানের কাজ স্থগিত

The Shunshan court premises are under intense pressure

The Truth of Bengal: তীব্র দাবদাহে শুনশান আদালত। বিচারপ্রার্থীদের রেহাই দিতে এখন কোনও অ্যাডভার্স অর্ডার বা প্রতিকূল আদেশ জারি করা হবে না। আইনজীবীদের এই আবেদন মান্যতা পেয়েছে বর্ধমান জেলা আদালতে। তাতে স্বস্তি পেয়েছেন আইনজীবী থেকে মক্কেল সকলেই।

বর্ধমান,শস্যগোলা বলে পরিচিত এই জেলার শহরের প্রাণকেন্দ্রে রয়েছে কোর্টকমপাউন্ড। বিচারের জন্য হাজার হাজার মানুষ এই আদালত চত্বরে আসেন। শুধু পূর্ব বর্ধমানই নয়,ভিনজেলার মানুষও এই এখানে আসেন। কিন্তু এখন তাপমাত্রা ৪০ডিগ্রি ছাড়িয় যাওয়ায় বর্ধমান আদালতে আসতে পারছেন না বিচারপ্রার্থীরা। বিচারের আশায় যাঁরা শহরে আসেন তাঁদের এখন চরম নাকাল হতে হচ্ছে। তীব্র দাবদাহে আদালত চত্বর ফাঁকা হয়ে পড়ছে। তাই উত্তপ্ত আবহাওয়ার কথা মাথায় রেখে আপাতত আদালতে নট টু পাস এনি অ্যাডভার্স ওর্ডার দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ফলে আর শাস্তিমূলক রায়দান বা প্রতিকূল আদেশ আপাতত কয়েকদিন জারি হবে না।এমনটাই জানিয়েছেন আইনজীবীরা।

তাপপ্রবাহের জন্য স্কুল কলেজ ছুটি দিয়েছে  রাজ্য সরকার। এই তাপপ্রবাহের মাঝে  বিচার পেতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আস বিচার প্রার্থীরা আদালতে আসাই ছেড়ে দিয়েছেন। তাই এই গরম থেকে রেহাই পেতে বর্ধমান বার এসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চ আদালতকে জানিয়ে NOT TO PASS ANY ADVIRSE চালু করা হয়েছে বর্ধমান জেলা আদালতে। মূলত আইনজীবিরা জানাচ্ছেন যদি বিচারের জন্য উভয়পক্ষের কোনো মামলা এক পক্ষ এলেও আর এক পক্ষ না আসতে পারলে সেটার জন্য আলাদা করে সময়সীমা দেওয়া হচ্ছে  বিচার প্রার্থীদের। তাতে বিচারপ্রার্থীরা আশায় রয়েছেন,কবে এই তাপপ্রবাহে দাঁড়িপড়ে।

Related Articles