রাজনীতিরাজ্যের খবর
স্ট্রং রুমের নিরাপত্তা আশঙ্কার মুখে! অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি
The security of the strong room is in danger,Allegations and counter-allegations are active politics

The Truth Of Bengal: ষষ্ঠ দফা ভোট মিটতে প্রশ্নের মুখে স্ট্রং রুমের নিরাপত্তা। বিষ্ণুপুরের স্ট্রং রুমে ইভিএম বদল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন। অন্যদিকে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় স্ট্রং রূপে পৌঁছলে তাকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল সমর্থকদের।
পাল্টা জয় শ্রী রাম স্লোগানে উত্তেজনা দেখা দেয়।। এবার কাঁথির স্ট্রংরুমে বিজেপি লোক ঢুকিয়েছে দাবি তৃণমূলের। তৃণমূল নেতা কুনাল ঘোষ জানান স্ট্রংরুমের ভেতর বিজেপির এজেন্ট কর্মীদের হাতেনাতে ধরে ফেলে তৃণমূল সমর্থকরা। হেরে যাওয়ার ভয়ে এরকম অনৈতিক পথ অবলম্বন করছে বলে দাবি তৃণমূলের । অভিযোগ অস্বীকার বিজেপির। ভোট মিটতেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।