রাজ্যের খবর

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের মুরারইয়ে

The recovery of the body of a missing youth creates a sensation in Muraiya, Birbhum

Truth Of Bengal: নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের মুরারইয়ে। গত বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই যুবক। শনিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

মৃত যুবকের নাম নুর ইসলাম শেখ। গত বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ পরিচিত এক ব্যক্তির ফোন করে তাকে ডাকে। বাড়ি থেকে বেরিয়ে যান বীরভূমের মুরারই থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামের নুর ইসলাম শেখ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে বাহাদুরপুর গ্রামে পাগলা নদীর পাশের মাঠে নুর ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দা।

খবর দেওয়া হয় মুরারই থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছে মুরারই থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের মুরারই থানার পুলিশ।

Related Articles