জ্যাঠাকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড দিল রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্ট
The Ranaghat First Truck Court sentenced the accused to life imprisonment in the case of the murder of uncle

Truth Of Bengal: ২০২২ সালে ভাইপোর ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয়েছিল জ্যাঠা কে। সেই ঘটনায় আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করল নদীয়ার রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্ট। অভিযুক্ত নাম বিজয় সরকার, মৃত নিরঞ্জন সরকারের ভাইপো।
ঘটনার পরে পিতাকে হারানোর যন্ত্রণায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে নদীয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার। ১৮, ১০,২০২২ সালের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল নদীয়ার ফুলিয়ার দিব্য ডাঙ্গা এলাকায়। জানা যায়, জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের জেঠাকে আম বাগানে ফেলে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে অভিযুক্ত বিজয় সরকার, এরপর দুদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল বিজয়।
কিন্তু দুদিনের মধ্যেই পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে, এরপর আন্ডার সেকশন ৩০২ আইপিসি ধারায় মামলা অজু হয়, আর সেই মামলার শুনানি হয় গতকাল, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার রানাঘাট ফাস্ট ট্রাক কোর্ট দোষীকে যাবজ্জীবন সাজা দেয়। যদিও এই ঘটনার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন তৎকালীন সময়ে কেসের দায়িত্বে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা নিরলস পরিশ্রম করেছেন, তার জন্যই খুব অল্প সময়ের মধ্যে দোষীর শাস্তি হয়েছে।