বর্ষা ঢুকতেই আগুন সব্জি বাজার! উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও বাড়ছে সব্জির দাম
The prices of vegetables are on fire as the monsoons enter

The Truth of Bengal: বর্ষা ঢুকতেই সব্জির দাম আগুন। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলোতে সব্জির দাম বেড়ে চলেছে। আলু,বেগুন,ঝিঙে,পটলের মতো সব্জির দাম বেড়েই চলেছে। বিক্রেতাদের একাংশ বলছেন, আসলে কৃত্রিম সঙ্কট তৈরি করে সব্জির দাম বাড়ানোর চেষ্টা চলছে। জোগানে ঘাটতির কথা চাউর করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই প্রশাসন দাম নিয়ন্ত্রণে সবধরণের ব্যবস্থা নিতে এগিয়ে আসছে। রায়গঞ্জের কর্ণজোড়া জেলা প্রশাসনিক কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে হয়ে গেল বিশেষ বৈঠক,চলবে বাজারে নজরদারি।
রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। যখন তখন বৃষ্টি নামায় ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।কারণ জমিতে জল জমে থাকায় সব্জির দর আগুন হচ্ছে। কাঁচা লঙ্কার দাম কেজি প্রতি ১৫০টাকা, আদা কেজি প্রতি ২৫০টাকা,রসুন কেজি প্রতি ৩০০টাকা পোঁছে গেছে। এমনকি পটল কেজি প্রতি ৫০থেকে ৬০ টাকা,জিঙে কেজি প্রতি ৪০টাকা বা আলু ৩০থেকে ৩৫টাকায় পৌঁছে গেছে। সবজির দামে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ঊর্ধ্বমুখী দামের জেরে খুচরো বাজারে শাক–সবজি কিনতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে ক্রেতাদের। তাই দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হচ্ছে।উত্তরদিনাজপুর জেলা প্রশাসন কর্ণজোড়ার জেলা প্রশাসনিক কার্যালয়ে একটি প্রশাসনিক সভা হয়। সেই সভায় কৃষি বিপণন আধিকারিক,অতিরিক্ত জেলা শাসক,আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা হাজির ছিলেন।কিভাবে মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে তাই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করা হয়।
আলুর পাশাপাশি বিভিন্ন সব্জির দাম বাড়ছে,জেলার ব্যবসায়ীরা চাইছেন,দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বর্তমানে আলু দাম বাড়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এই অগ্নিমূল্যের জন্য বাজারের আগুন দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তত্পরতা জারি আছে। সাধারণ মানুষকে রেহাই দিতে লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন ও আরও কয়েকটি এলাকায় সুফল বাংলার ১১টি ভ্রাম্যমান স্টল চালু করেছে রাজ্য সরকার। সুতরাং আমজনতা খানিকটা কম দামে সবজি কিনতে পারবেন। এখন সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রেতাদের স্বস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।তাই সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে রাজ্য সরকারের নির্দেশমতো জেলায় চলছে দাম নিয়ন্ত্রণে নজরদারি। ফসলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তদের বাজেটে টান পড়ছে। চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে সব সবজির দাম বাড়ছে।তাই সাধারণ মানুষের সুবিধার্থে বাজারে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই সব্জির দাম নিয়ন্ত্রণের কাজ যে জোরদার হচ্ছে তা বলাই যায়।