
The Truth of Bengal: সকাল থেকে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বেলা ১’টা পর্যন্ত এই আটটি লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫১.৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৫.৮৭ শতাংশ। বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৪.৮১ শতাংশ। বেলা ১ টা পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.৭২ শতাংশ। রানাঘাট লোকসভা কেন্দ্রে সকাল ১’টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৭০ শতাংশ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সকাল ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫৫.৮৭ শতাংশ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫০.৩০ শতাংশ। আসানসোল লোকসভা কেন্দ্রের ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৫৫শতাংশ। বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৪.৮১ শতাংশ। বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৯.৬৩ শতাংশ।