রাজ্যের খবর
লোকসভা নির্বাচনে সকাল ৯টার ভোটদানের হার ১৪.৪৭ শতাংশ
The polling rate at 9 am in the Lok Sabha elections is 14.47 percent

The Truth of Bengal: কড়া নিরাপত্তায় তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলার চার লোকসভা কেন্দ্রে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মোট ৬৩৬০ টি ভোটগ্রহণকেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে। ৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই তৃতীয় দফায়। সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৮৫ শতাংশ।মালদা উত্তরে ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৩৩ শতাংশ। মালদা দক্ষিণে সকাল ৯টা পর্যন্ত ১৬.৩ শতাংশ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৬.৯৫%। মুর্শিদাবাদে সকাল ৯’টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৪৭ শতাংশ।