রাজ্যের খবর
লরি ভর্তি গরু আটক,সাফল্য পেল পুলিশ
The police succeeded in detaining cows loaded with lorries

The Truth Of Bengal: ফের আরও একবার সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি মহকুমার বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে লরি আটক করে তারা । তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম হিরা যাদব বয়স ২১ ও জিয়াউদ্দিন বয়স ৪১ । ধৃত হিরা অসমের তিনসুখিয়া এবং জিয়াউদ্দিন বিহারের গাজিপুরের বাসিন্দা। সূত্রের খবর, খড়িবাড়ি থানা পুলিশ জানায় ওই লরি থেকে ১৮টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধারক গরু বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।
বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতে পুলিশ।