রাজ্যের খবর

অপহরণের আগেই এক ব্যক্তিকে উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ

The police of Kanksa police station rescued a person before the abduction

The Truth of Bengal: এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। একটি গাড়ি করে এক ব্যক্তিকে কাঁকসা থানার সামনে থেকে অপহরণ করে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে।

কাঁকসা থানার পুলিশ তৎক্ষণাৎ ওই গাড়ির পেছনে ধাওয়া করে। পানাগর বাইপাস থেকে গাড়িটিকে আটক করে এবং অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে সাধনার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন একটি ছোট গাড়ি করে দুজন ব্যক্তি এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল।

ওই ব্যক্তির চিৎকার শুনতে পেয়েই তারা পুলিশকে খবর দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। সকাল পৌনে ১০ টায় অপহরণ হয় পানাগড় স্টেশন থেকে। উদ্ধার হয় ১০ টা ১৫ মিনিটে। উদ্ধার হওয়া ব্যক্তির কাছে ৩৮ লক্ষ টাকা ছিলো বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তি।

Related Articles