রাজ্যের খবর

চোর ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ!

The police caught the thief!

The Truth Of Bengal : সোমবার চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে পুলিশকে মারধোর করার অভিযোগ উঠলো ময়নাগুড়িতে । ঘটনায় আহত হয়েছেন ময়নাগুড়ি থানার সাব ইন্সপেক্টর সুব্রত ঘোষ। এদিন ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ফার্ম শহীদগড় এলাকায় । ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে । জানা যায় ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মালদা জেলায় এবং একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায় ।

ধৃতদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে । জানা যায়, এদিন এক মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে মোবাইল বিক্রি করতে যান জনৈক ব্যক্তি । এরপর সেই দোকানদারের সন্দেহ হওয়ায় ইউনিয়নকে জানিয়ে থানায় খবর দেন। পুলিশ সেই ভিত্তিতে তদন্তে নেমে ফার্ম শহীদগড় এলাকায় পৌঁছায় । সেখানে সেই ব্যক্তির ঘরে দুই বস্তা মোবাইল ফোন দেখতে পায় পুলিশ । সেই মোবাইল ফোন উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে বাদানুবাদ বাঁধে পুলিশের ।

সেই সময় পুলিশের বিরুদ্ধে মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা । এরপরেই সাব ইন্সপেক্টর সুব্রত ঘোষকে মারধোর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী । ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ । উদ্ধার করা হয়েছে প্রচুর মোবাইল ফোনও । পুলিশ জানিয়েছে , অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে ।

FREE ACCESS

Related Articles