রাজ্যের খবর
Trending

সুবর্ণরেখা সেতুর কাজ সম্পন্ন, যোগাযোগের পাকা ব্যবস্থায় খুশি জঙ্গলমহলের মানুষ

The people of Jangalmahal are happy with the completion of Suvarna Rekha Bridge and the communication system

The Truth Of Bengal: গণউদ্যোগে নির্মাণ করা হয়েছে সুবর্ণরেখা নদীর ওপর ফেয়ারওয়েদার সেতু।খরচ হয়েছে প্রায় ১৫লক্ষ টাকা।নতুন বছরেই যোগাযোগের পাকা ব্যবস্থা হওয়ায় খুশি জঙ্গলমহলের মানুষ।  প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি মানুষের  এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতার তারিফ করেছেন গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি মুর্মু।

পড়াশোনার জন্য পড়ুয়াদের স্কুল-কলেজে যাওয়া হোক বা চিকিত্সার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ুক।সবের জন্য নদী পেরোতে হয়।গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা জানাঘাটি,মদনশোল সহ বহু গ্রামের বাসিন্দাদের ভরসা একমাত্র এই কাঠের সেতু। দীর্ঘদিন ধরে জঙ্গলমহলের মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করার সময় ভোগান্তির মুখে পড়তেন।ভয় লাগত,কখন কী বিপদ হয়।তাই প্রশাসন সাধ্যমতো সেতু নির্মাণের কাজে হাত লাগানোর প্রয়াস নিচ্ছে।প্রশাসনকে দেখেই গণ-উদ্যোগে সুবর্ণরেখা সেতুর ওপর কাজ সম্পন্ন হল।গোপীবল্লভপুরের মানুষ এই গণ-কল্যাণের ভাবনার অভাবনীয় সুফল পাচ্ছে।

এতদিন  নদী পথে নৌকা করে না এলে প্রায় ৪০ – ৫০ কিলোমিটার রাস্তা পেরিয়ে ঘুরে গিয়ে গন্তব্যে পৌঁছাতে হত সবাইকে।   এলাকার এই সমস্যার কথা ভেবে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের আসনবনী গ্ৰামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে সুবর্ণরেখা নদীর গড়ে তুললেন আস্ত একটি ফেয়ারওয়েদার ব্রীজ। গ্রাম বাসিদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর শুরু হয়েছে যাতায়াত।সবাই তাতে খুশি।প্রশাসন সাধ্যমতো সেতু নির্মাণ ও সংস্কারে উদ্যোগী হয়েছে।

  •  ঝাড়গ্রাম -জামবনীর  মাঝে পুতরঙ্গি খালের সেতু নির্মাণ
  •  সেতু নির্মাণে খরচ হয় ১কোটি ২২লক্ষ টাকা
  •  বিনপুর-১ নম্বর ব্লকের মুড়ার খালে নব সেতু
  •  ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩১ লক্ষ টাকা
  •  জঙ্গলমহলে প্রশাসনিক স্তরে  সেতু নির্মাণের মাঝে
  •  এই গণ-উদ্যোগের প্রশংসায় জনপ্রতিনিধিরা

আসনবনী গ্ৰামের বাসিন্দারা চায় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা।ব্যবসা বাণিজ্য থেকে শিক্ষা-স্বাস্থ্যের প্রসারের পরিকাঠামো নির্মাণে সহযোগিতা করতে।এমনটাই জানাচ্ছেন তাঁরা।

Free Access

Related Articles