মৃত কর্মীর পরিজনকে দ্রুত চাকরি, বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত দফতরের
The panchayat office has issued a notification to the family of the deceased worker

The Truth of Bengal: সরকারি কাজ ফেলে রাখা যাবে না। দ্রুত সেই কাজ সেরে ফেলতে হবে। বারবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে দ্রুত যাতে সেই পরিবারের সদস্য চাকরি পান তার জন্য তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েত দফতরে। জারি হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে বাকি দফতরগুলিও এবার সেই পথ অনুসরণ করতে চলেছে। কর্মরত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের একজন সদস্যকে বিশেষ আইন বলে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে কিছু আইনি প্রক্রিয়া পার করতে হয় তার জন্য। যার জন্য কিছুটা সময় লাগে। তবে আঠারো মাসে বছর না করে দ্রুত যাতে সেই পরিবারের সদস্য চাকরি পেতে পারেন, তার জন্য নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। এর আগে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কমপ্যাসনেট গ্রাউন্ডে চাকরি পেতে গিয়ে পরিবারের সেই ব্যক্তি নানা সমস্যায় পড়েন। এমনকী, চাকরি পেতে দীর্ঘ সময় ঝামেলা-ঝঞ্ঝাট পোহাতে হয়। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর নতুন বিজ্ঞপ্তি জারি করল। সেই পথ অনুসরণ করে রাজ্য সরকারের অন্যান্য দফতরও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করবে বলেই নবান্ন সূত্রে খবর। পঞ্চায়েতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
কোনও কর্মীর অকালমৃত্যু হলে তাঁর পরিবারের সঙ্গে দফতর থেকেই যোগাযোগ করা হবে
সেই পরিবারের কোনও সদস্যকে চাকরি আবেদনের জন্য নিয়ম জানানো হবে।
চাকরির আবেদনের ক্ষেত্রে কোনও ডকুমেন্টের প্রয়োজন হলে তা ব্যবস্থা করবে দফতর
আবেদন জমা করার ৩০ দিনের মধ্যেই সরকারি প্রক্রিয়া শুরু করতে হবে
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের পঞ্চায়েত দফতর প্রথম এই ধরনের বিজ্ঞপ্তি জারি করল। এরপর বাকি দফতরগুলি তাদের বিজ্ঞপ্তি জারি করবে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী চান, কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যুর পর যত দ্রুত সম্ভব সেই পরিবারের কাউকে চাকরি দিতে হবে।