রাজ্যের খবর

বিধায়কের প্রচেষ্টায় রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন, খুশি এলাকাবাসিরা

The official inauguration of the road by the efforts of the MLA, the residents are happy

The Truth Of Bengal, Hooghly: বুধবার সকালে ঢাকঢোল পিটিয়ে হুগলীর চুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা সংলগ্ন হুগলি জেলা পরিষদের উদ্যোগে ও বিধায়কের প্রচেষ্টায় প্রায় ৫৩২ মিটার রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন । জানা যায় আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মিত হবে।

সূত্রের খবর, বিগত সময় বিরোধীরা অভিযোগ তুলেছিলেন বারংবার সকল জায়গায় রাস্তা নির্মিত হলেও বৃষ্টির সময় এলাকার সাধারণ মানুষদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপর সেখানকার বিধায়ককেও এই রাস্তা করে দেওয়ার আশ্বাস দিতে দেখা গিয়েছিল। বুধবার বিধায়কসহ হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ এর কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য সদস্য সদস্যাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণের জন্য উদ্বোধন করতে দেখা গেল। উদ্বোধনের পর তৃণমূলের কর্মীরা সকলকে মিষ্টিমুখ করান।

এ বিষয় নিয়ে এলাকার মানুষরা জানান, ” আমরা বিগত দিনে এই রাস্তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আজ বিধায়কের উদ্যোগে রাস্তার নির্মাণের জন্য যে উদ্বোধন হলো তাতে খুশি আমরা। বিধায়ক অসিত মজুমদার জানান, ” বিগত দিনে বিরোধীদের সমালোচনা ছিল এই রাস্তা নিয়ে। আমরা মা মাটি মানুষের সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে মানুষের প্রত্যেকটা অসুবিধা আমরা দেখি। বিরোধীরা শুধু সমালোচনা করতে ব্যস্ত থাকে তাদের কোন কাজ থাকে না। সাধারণ মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হয়। বিগত দিনে সাংসদ কে পাঁচটা বছর এলাকায় দেখা যায়নি। তারা কাজের থেকে সমালোচনা করতে পারে বেশি। তাই তাদের গুরুত্ব দেবার প্রয়োজন মনে করি

Related Articles