রাজ্যের খবর

গৃহবধূকে নির্যাতন করে খুনের চেষ্টা প্রতিবেশী যুবকের, তদন্তে পুলিশ

The neighbor's young man tried to kill the housewife by torturing him, the police investigated

Truth Of Bengal:  এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে ইট দিয়ে মাথা থেঁতলে প্রাণে মারার চেষ্টার অভিযোগ পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি তাদের বৌমাকে ধর্ষণ করা হয়েছে, এরপর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, যদিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ।

আবারো এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব পাড়া এলাকার, গৃহবধূর নাম সাথী বিশ্বাস, স্বামী রামপ্রসাদ বিশ্বাস কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। পরিবারের অভিযোগ আজ সকালে ঘুম থেকে উঠে তারা দেখে বৌমার ঘরে তালা মারা, কিন্তু দরজায় রক্ত লাগা রয়েছে। তখনই সন্দেহ হওয়ায় ঘরের ভেতরে ঢুকে দেখে গৃহবধূ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে।

মাথায় রয়েছে গভীর আঘাত, শরীরের বিভিন্ন অংশেও আঘাত রয়েছে, এছাড়াও অন্তর্বাস খোলা। আর এই চিত্র চোখের সামনে দেখার পর পরিবারের দাবি, তাদের বৌমাকে শারীরিক নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। বাড়ির এক অন্য সদস্য সুজিত কুমার অধিকারী দাবি করেন, পাশের গ্রামের অনুজ নামে এক যুবক তার একটি মোটর গ্যারেজ রয়েছে। তাদের ছেলে বাড়িতে না থাকায় মাঝে মধ্যেই উত্তপ্ত করত বৌমাকে। গতকাল রাতে বৌমা ঘরে একাই ছিল, আর সেই সুযোগকে ব্যবহার করে ঘরের সিক কেটে ভেতরে ঢুকে এই কাণ্ড করেছে ওই যুবক।

এই মুহূর্তে তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, পাশাপাশি চাইছেন তার যাতে ফাঁসি হয়। যদিও এই ঘটনায় ভীমপুর থানায় অভিযোগ জমা পড়লে জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করে পুলিশ। অন্যদিকে ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও আরজি করে ডাক্তারি পড়ুয়ার সাথে নৃশংস ঘটনায় ইতিমধ্যে উত্তাল গোটা দেশ সহ রাজ্য, আর এরই মধ্যে আবার নতুন করে এক গৃহবধুর সাথে ঘটে গেল নৃশংস ঘটনা। যদিও বৃহস্পতিবার সকালে এলাকায় যায় ভীমপুর থানার পুলিশ, এরপর কিভাবে ঘটনা ঘটলো তার জিজ্ঞাসাবাদ শুরু করে।

Related Articles