
The Truth of Bengal: বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের গোয়ালপোতার বাসিন্দা মৃত্যুঞ্জয় অধিকারী (৪১)। পেশায় দিনমজুর। চলতি মাসের ২ তারিখ মঙ্গলবার সকালে সে তার দুই সহকর্মীর সঙ্গে কাজে বেরোয়। কিন্তু কাজ না মেলায় আবার ফিরে আসে। তারপর বসিরহাটের বদরতলার বাসিন্দা তারই বন্ধু রবির কাছে পাওনা টাকা আদায় করতে যায়। কিন্তু পাওনা টাকা রবি দেয় না। সেই টাকা না পেয়ে অবশেষে সে ফিরে আসে।
তারপর তার মেয়েকে ফোনে বলে সে আধ ঘণ্টার মধ্যেই বাড়িতে ফিরবে। কিন্তু তারপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায় না। রাত দশটার পর ফোনটিও বন্ধ হয়ে যায়। ঘটনার ২৪ ঘন্টা কাটতেই ৩রা জানুয়ারি বসিরহাট থানায় দাদার নিখোঁজের অভিযোগ করে মৃত্যুঞ্জয়ের ভাই সমীরণ অধিকারী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
প্রায় চার দিন কেটে গেলেও এখনো পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কোন খোঁজ পাওয়া যায়নি। যার জেরে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারও। পুলিশ বলছে, মৃত্যুঞ্জয়ের নিখোঁজের ঘটনায় তার বন্ধু রবিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সূত্রও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুঞ্জয় পাওনা টাকা চাইতে গিয়েই ফ্যাঁসাদে পড়েছিল কিনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য, তা এখনো নিশ্চিত নয়। পুলিশের তদন্তের পরই এ বিষয়ে জানা যাবে।