মহাকুম্ভে এবার তাক লাগাবে চন্দননগরের আলোর জাদু!
The magic of Chandannagar's lights will be on display at the Mahakumbh this time!

Truth Of Bengal: ১২বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। ১৩জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে বিপুল সাধু সমাগমের তোড়জোড়।পুণ্যলাভের আশায় পুণ্যতীর্থ সেজে উঠছে। আলোকমালায় সেজে উঠতে চলেছে মহাকুম্ভ। সেই মহাকুম্ভে আলোর জাদু দেখা যাবে। আলোর কাজে আধ্যাত্মিকতার হৃদয়পুর মাত করতে ভাবনায় কিছু অভিনবত্ব এনেছেন শিল্পীরা।দেশ-বিদেশের মানুষের কাছে বাংলার সৃষ্টির চমক দেখাতে তৈরি হচ্ছেন চন্দননগরের শিল্পীরা। যেখানে শাহি স্নান হবে সেখানেই এই আলোর জাদু দেখা যাবে। ৭০হাজার স্কোয়ারফুট এলাকা আলোর তরঙ্গ তাক লাগাবে তামাম দেশের মানুষকে।
কিভাবে দর্শনার্থীদের মনজয় করতে চান তাঁরা ? তার নীলনকশাও চূড়ান্ত করে ফেলেছে চন্দননগরের জাদুকররা।এখানে থাকছে, ইটালিয়ান ঘড়ি, নাগরদোলা, ঝাড়বাতি ও দেবদেবী সমৃদ্ধ ৪০ থেকে ৫০ ফুটের মোট চারটি গেট। রাম-সীতা, শ্রীকৃষ্ণ, ছৌ-নাচ সহ লোকসংস্কৃতির প্রাণের ধারা ফুটিয়ে তোলা হবে আলোর ঝরণায়।ভাবগম্ভীর আবহকে আলাদা মাত্রা দিতে আলোর কারুকাজে বাড়তি ছোঁয়া থাকবে।হাততালির আওয়াজে বসে থাকা গনেশ উঠে সকলকে আশীর্বাদ জানাবে। মূলত যন্ত্রনির্মাণ কাঠামোতে খেলা দেখাবে আলো।
লন্ডনের টেমস থেকে নিউইয়র্ক,সর্বত্র নজর কেড়েছে দৃষ্টিশোভন এই আলোর কাজ।এবার হিন্দিবলয়ের জনপ্রিয়তম মেগামেলায় সেই আলোর কাজ দেখানোর পালা।সেই কাজই নিষ্ঠাভরে-নিঁখুতভাবে করতে চান শিল্পীসমাজ।