রাজ্যের খবর

সকাল হলেই হাজির ঢলু-ফুচুরা, বেজি-মানুষের এই বন্ধুত্ব অবাক করবে আপনাকেও

The lazy and lazy people appear in the morning, this friendship between lazy people will surprise you too

Truth Of Bengal: অভিষেক দাস, মালদা:- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেজি ও মানুষের। কারো নাম ফুচু, কারো নাম ঢলু এমনই ভিন্ন ভিন্ন নামে বেজিদের ডেকে প্রতিদিন খাবার দেন চা বিক্রেতা বাবলু কর্মকার। মালদা শহরের মহানন্দা নদীর তীরে শুভঙ্কর বাঁধ। সেখানে পুলিশ লাইন এলাকায় বাঁধের উপর চা বিক্রি করেন বাবলু কর্মকার। দোকান লাগোয়া রয়েছে একে টিনের সেড। সকাল হলেই দেখা যায় বেজিদের ডেকে কখনো কেক আবার কখনো বিস্কুট, আবার কখনো মুরগির মাংসের টুকরো খাওয়ান বাবলু বাবু।

তিনি বলেন, ছোট বড় মিলিয়ে ২৩ টি বেজি রয়েছে সেখানে। প্রতিদিন নিয়ম করে তাদের খাওয়ার দেন তিনি। এর পাশাপাশি ওই এলাকাতে অন্যান্য জায়গাতেও রয়েছে বহু বেজি। কোন বেজি মারা গেলে প্রচন্ড দুঃখ হয় তার। তিনি ওই এলাকা আরো ভালো করে সাজানোর দাবি তোলেন। মানুষ যাতে ওই এলাকায় আসেন এবং তারাও যেন দেখার সুযোগ পান।

চাঁ বিক্রি করতে করতে কখন যেন বেজিদের বন্ধু হয়ে উঠেছেন বাবলু কর্মকার। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বহু মানুষ প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণ করেন মহানন্দার বাঁধে। বিষয়টি জানতে পেরে বহু প্রাতঃভ্রমণকারী কেক খাওয়ান বেজিদের। তবে নিয়ম করে বেজিদের নাম ধরে ডেকে সকাল সন্ধ্যা রকমারী খাবার খাইয়ে বেজিদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলেছেন বাবলু বাবু। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

Related Articles