রাজ্যের খবর

লোকসভার দিনক্ষণ প্রকাশের পরই মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু জলপাইগুড়ির প্রার্থীর

The Jalpaiguri candidate started campaigning by worshiping in the temple after the release of the Lok Sabha schedule

The Truth Of Bengal, জলপাইগুড়ি:  রবিবাসরীয় প্রচারে সকাল থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। রবিবার বারপাটিয়া-নতুনবস গ্রাম পঞ্চায়েত এলাকার ভ্রামরী দেবী মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে পাতকাটা রেলগেট এলাকায় গিয়ে কর্মীসভা করেন। এরপর বেলাকোবা বাজারে জনসংযোগ সাড়েন। দিনভর তিনি রাজগঞ্জ বিধানসভার টাকামারি বাজার, আমবাড়ি, রাজগঞ্জ বাজার, কলিঙ্গ বাজার, তালমা বাজার এলাকায় প্রচার চালাবেন বলে জানা গেছে। কোথাও কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন আবার কোথাও কর্মীসভা আবার কোথাও পথসভা করবেন।

উল্লেখ্য ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়েছে ।প্রথম দফায় আগামী ১৯শে এপ্রিল জলপাইগুড়ি লোকসভার নির্বাচন। আর এবার এই জলপাইগুড়ি লোকসভা আসনটি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস । প্রার্থীর নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকরা প্রচারে নেমে পড়েছেন। আনুষ্ঠানিকভাবে গতকাল নিজের বিধানসভা এলাকা ধূপগুড়ি থেকে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। অন্যদিকে এই লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও এখনো তারা প্রার্থীর নাম ঘোষণা করেনি। তাই প্রথম পর্বের প্রচারে খানিকটা হলেও এগিয়ে তৃণমূল কংগ্রেস।

Related Articles