বিশ্বভারতী পৌষমেলার নির্দেশ মুখ্যমন্ত্রীর,দ্রুত উদ্যোগ নিতে শুক্রবার বৈঠক…
The Instructions of the Chief Minister for Visva Bharati Poush Mela

The Truth Of Bengal: এবার অবশেষে পৌষমেলা হচ্ছে শান্তিনিকেতনে। বেশ কিছুদিন যাবত যেভাবে জলঘোলা হয় মেলা করা বা না করা নিয়ে তারপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মেলা করার। জানা যাচ্ছে বিশ্বভারতী মেলা করতে পারছে না জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন পৌষমেলা করার। সেভাবেই জেলা প্রশাসনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এ বিষয়ে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন কর্তৃপক্ষ (এসএসডিএ)–র চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, সব বিধায়ক ও ব্যবসায়ী সমিতির কর্তাদের নিয়ে শুক্রবার বৈঠক।
সদ্য পৌষমেলার দাবিতে বিশ্বভারতীর উপাচার্যের অফিসে বিক্ষোভ দেখান ব্যবসায়ী সমিতি, বাংলা সংস্কৃতি মঞ্চ ও কুটির শিল্পীরা। বিক্ষোভের জেরে কেন্দ্রীয় কার্যালয়ে সামনের বলাকা গেটের তালা ভেঙে যায়। ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। যদিও কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মসচিব কেউই ছিলেন না।
প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট সোমবার যৌথভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল, এবারও হচ্ছে না পৌষমেলা। ২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনে হয়েছিল পৌষমেলা। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল মেলা৷ কিন্তু ২০২১ ও ২০২২ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষমেলা বন্ধ করে দেন৷ ৮ নভেম্বর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয় মল্লিক। তাই এবার বোলপুর–শান্তিনিকেতনবাসী আশা করেছিলেন পৌষমেলা হবে৷ কর্মসমিতির বৈঠকে পৌষমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আবার শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠক করে যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেলা বাতিল করে দেন।
Free Access