রাজ্যের খবর

“মানুষের ঔদ্ধত্য ভালো নয়! জনপ্রতিনিধিদের তো একেবারেই নয়”: দেব

"The insolence of men is not good! Not at all of the representatives of the people": Dev

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিঁয়াখালীতে। এদিন ঘাটল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচী কে লক্ষ্য করে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। পাঁশকুড়ার জিঁয়াখালীতে সর্বশেষ কর্মসূচী ছিল তাও সম্পন্ন হয়। এদিন জিঁয়াখালীতেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।

বেশ কয়েকটি গাছ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে লাগান। এদিন দেব জানান, “ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন, তত পরিমান গাছ আগামী ৫ বছরে সবুজ ঘাটালের লক্ষে লাগানো হবে।” পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আগামীদিন ঘাটাল মাষ্টার প্ল্যান ঘাটালে তৈরি হবে। তবে ২০১১ সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা ২০২৪ সে নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে। একটা প্রসেস আছে সেই প্রসেস মেনে করতে হবে।

আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে সেই মিটিংয়ে ঠিক করা হবে। পাশাপাশি সোহমের রেস্তোরা মালিক কে চড় মারা প্রসঙ্গে দেব বলেন, “শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সাথে আমার কথাও হয়েছে, তো এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি।” তিনি বলেন, “এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোন মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়।” সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে। তারও তো মাঠে খেটেছে, রোদে গরমে পরিশ্রম করেছে, তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের। যারা জিতে রয়েছে, তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কি!

Related Articles