পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর!
The husband tried to kill his wife for preventing an extramarital relationship!

The Truth Of Bengal : স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর ৷ পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী ৷ ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে৷
অভিযুক্ত স্বামী নুর হোসেন ফকির ৷ তার বাড়ি জীবনতলা থানা এলাকায় ৷ তার সাথে আড়াইবছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয় ৷ বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নুর ৷ স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি ৷ এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি ৷ ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয় ৷ বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী ৷ চিৎপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৄতি হিসেবে চিহ্নিত৷ তাকে ভাড়া করে নিয়ে আসে নুর ৷ সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় নুরকে ৷ তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় মোট ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্ত স্বামী নুর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ৷