রাজ্যের খবর

সন্দেহের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

The husband is accused of murdering his wife due to suspicion

The Truth Of Bengal : সন্দেহের বশে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা এলাকায়।অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটিয়েছে ব্যক্তি।

মৃতার নাম কণিকা রায়।স্বামী ডোলো রায় ও কণিকা রায় দুজনেই চা বাগানের শ্রমিক। দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।বড় ছেলে ও মেয়ের বিয়ে দিয়েছেন।মাঝেমধ্যেই দম্পতির মধ্যে ঝামেলা লাগতো।সোমবার বিকেলেও ঝামেলা বাঁধে, সেইসময় কণিকা রায়ের মাথায় কুডুল দিয়ে আঘাত করে স্বামী।সেইসময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কণিকা রায়কে মৃত বলে ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Free Access