মানবিক মুখ ট্রাফিক পুলিশের! আহতদের জীবন বাঁচালেন ওসি ফারুক আলম
The humane face of traffic police! OC Faruk Alam saved the lives of the injured

Truth Of Bengal: ট্রাফিক পুলিশের প্রতি মানুষের মনে মাঝে মধ্যেই নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ি-লাটাগুড়ি জাতীয় সড়কে এক ঘটনার মাধ্যমে সেই ধারণাকে বদলে দিলেন ট্রাফিক ওসি ফারুক আলম।
মৌলানি মহাকাল থানার অন্তর্গত জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত হয় দুটি বাইক। গুরুতর জখম হন দুই আরোহী। ঠিক সেই সময় ঐ রাস্তা দিয়েই যাচ্ছিলেন ক্রান্তি ফাঁড়ির ট্রাফিক ওসি ফারুক আলম। আহতদের অসহায় অবস্থায় দেখে তিনি সময় নষ্ট না করে তাঁদের নিজের গাড়িতে তুলে নেন এবং একইসঙ্গে একটি অ্যাম্বুলেন্স ডাকেন।
এরপর তিনি নিজে আহতদের স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান এবং পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের মৌলানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দু’জনকেই।
এই মানবিক পদক্ষেপে খুশি এলাকাবাসী। তাঁরা জানান, ট্রাফিক পুলিশের এমন ভূমিকা সত্যিই প্রশংসনীয় এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানেই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, সেখানে ওসি ফারুক আলমের এই ভূমিকা সমাজে এক ইতিবাচক বার্তা দিল।