রাজ্যের খবর

দাউ দাউ করে জ্বলছে বাড়ি, রান্না করতে গিয়ে বীভৎস অগ্নিকাণ্ড

The house is on fire, there is a terrible fire while cooking

The Truth Of Bengal : মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান :  বুধবার সকালে ভয়াবহ আগুনে ভস্মিভূত হয়ে গেল চারটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কোবলা জেলেপাড়া এলাকায় ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ দমকলের একটি ইঞ্জিন।

সূত্রের খবর, বুধবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কোবলা জেলেপাড়া এলাকায় রান্না ঘরে এক মহিলা রান্না করতে যায় তখনই হঠাৎ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে কিন্তু তাঁরা ব্যর্থ হলে এরপর দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই নবদ্বীপ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর ঘন্টাখানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর সেখানে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ। সাথে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকারও।

Related Articles