রেমালের ভয়াবহতা, ব্যাপক ক্ষয়ক্ষতি , ঝাপিয়ে পড়েছে প্রশাসন
The horrors of Remal, extensive damage, the administration has collapsed

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : বেলা বাড়ার সাথে সাথে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে রেমাল ঝড়ে ক্ষয়ক্ষতির খবর। ভদ্রেশ্বরে একদিকে যেমন বাড়ি ভেঙে পড়ে পাশের বাড়ির উপর যার ফলে আহত হন এক মহিলা। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতির মোকাবিলায় সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ টিম কাজ করছে। অন্যদিকে ঠিক তেমনই সক্রিয় জেলা প্রশাসন থেকে শুরু করে পৌরসভা পঞ্চায়েত গুলি। গতকাল থেকেই জেলা প্রশাসন এবং পৌরসভা পঞ্চায়েতগুলি কন্ট্রোল রুম চালাচ্ছে ।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অফিস থেকে তৃণমূল কর্মীরা হেল্পলাইন নাম্বার খুলে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। গতকাল রাতে উত্তরপাড়া একটি মিষ্টির দোকানে ঝড়ের প্রভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। হুগলি তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখার্জীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা খবর পাওয়া মাত্র দমকল বাহিনীর সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আজকের দিনেও অন্যান্য বেশ কয়েকটি জেলার সাথে হুগলি জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে অতি ভারী বৃষ্টি র । সকাল থেকেই ধারাবাহিকভাবে ব্যাপকহারে বৃষ্টি হচ্ছে হুগলি জেলায়। দোকানপাট বেশিরভাগ বন্ধ, গণপরিবহন কার্যত নেই বললেই চলে । ফলে সপ্তাহের প্রথম দিন রাস্তায় বেরিয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগকে মুখে পড়তে হয়েছে । রিমেলের দাপট আর কতক্ষণ চলে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ।