পরপর চারটি গেটের তালা ভেঙে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার,খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
The hanging body of a woman was recovered by breaking the locks of four gates in a row

The Truth of Bengal: বিষ্ণুপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে চাইয়েমাঠ এলাকায় বন্ধ ঘর থেকে টুম্পা কাইতি নামের বছর ৪০ এর এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয় সূত্র জানতে পারা যায়, কয়েকদিন ধরে ভেতর থেকে তালা দেওয়া অবস্থায় ছিল বাড়িটি, সন্দেহ হয় এলাকার মানুষের খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়।
বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছায় বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। সকলের উপস্থিতিতে একের পর এক গেট ভাঙ্গা হয়। মোট চারটি গেটে বেশ কয়েকটি তালা ভেঙে দেখতে পাওয়া যায় দোতলার ওপরে শোবার ঘরে সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে টুম্পা কাইতি।
উদ্ধার করা হয় মৃতদেহটি, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। খুন নাকি আত্মহত্যা সমগ্র বিষয়টি তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই তার স্বামীর সঙ্গে অশান্তি চলছিল যে কারণেই ওই মহিলা একাই থাকতেন ওই ঘরে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে স্বামী স্ত্রী কলহের জেরে এই মৃত্যু হয়েছে, ময়নাতদন্তে রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।