
The Truth of Bengal: কেবল রাজ্য সরকারি প্রতিশ্রুতি নয়, কাজে করে দেখায় মমতার সরকার। রাজ্যে সাধারণ মানুষদের জন্য একাধিক উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে বাংলা সরকার। সরকারি পরিষেবা পেতে সরকারি দফতর নয়, দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিষেবা। এবার আরও অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল “খাদ্যসাথী” প্রকল্প আর এই “খাদ্যসাথী” প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রতিটা জেলায়, দুয়ারে ক্যাম করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার।
যার ফলে উপকৃত হচ্ছে রাজ্যের কৃষকরা। তারই বাস্তবে উদাহরণ মিলল, বসিরহাটের বাদুড়িয়া ব্লকের শায়াস্তানগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গন্ধর্বপুর খেলার মাঠে। এদিন সকাল থেকে, সংগ্রামপুর শিবহাটী, গন্ধর্বপুর,কামারডাঙ্গা,কাটিয়াহাট সহ বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের নিজেদের ধান সরকারে ধান ক্রয় কেন্দ্র শিবিরে এসে ধান বিক্রি করতে পেরে উপকৃত হচ্ছেন। কৃষকদের দাবি তারা বাইরে ধান বিক্রি করে কম দাম পেত।
এই সরকারি ধান ক্রয় কেন্দ্রের এসে তারা বেশি দাম পাচ্ছে। যার ফলে উপকৃত হচ্ছে কৃষকরা।রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান কৃষকরা।সরকারি নিয়ম মেনে সরকারি ধান ক্রয় কেন্দ্রে প্রতি কুইন্টাল ধানে ২১৮৩ টাকা করে পাচ্ছেন কৃষকরা। একই সঙ্গে মিলছে ২০ টাকা উৎসাহ ভাতা। আগামীদিনে “খাদ্যসাথী” প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলায় কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য সরকার।উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার কৃষক।